সিলেটের জৈন্তাপুর উপজেলায় বড়গাং নদীর গুয়াবাড়ি অংশে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। হর্ণি, বাইরাখেল, রুপচেং ও গুয়াবাড়ি—এই চার গ্রামের বাসিন্দারা সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে জালজালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল সৃষ্টি করে নদীর দুই পাশের জমির রেকর্ড নিজেদের নামে করে নিয়েছেন। পরে তারা সেখান থেকে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে আসছেন।
এতে করে নদীর পাড়ে থাকা বাঁশঝাড়সহ অন্যান্য গাছপালা বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি নদীর ভাঙনে বাড়িঘর, রাস্তা, গোরস্থান ও মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গ্রামবাসীর দাবি, তারা বারবার এসব কাজে বাধা দিলেও অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। ফলে স্থানীয়রা চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নদীর পাড়, বসতবাড়ি ও ধর্মীয়-সামাজিক স্থাপনাগুলো রক্ষার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জৈন্তাপুর সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার স্হানীয় বাসিন্দারা বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি জানান।